School rules and regulations
বিদ্যালয়ের নিয়ম কানুন
বিদ্যালয়ের তোর ছানিলিখিত নিয়মাবলী কঠোরভাবে মেনে চলতে
(১) প্রতিদিন ১০ টা ৪০ মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থনা সভায় যোগ দিতে হবে। ১০টা ৫০ মিনিটের পর কেউ আর বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।(২) প্রত্যেককে বিদ্যালয়ের নির্দেশিত পোশাক পরে বিদ্যালয়ে আসতে হবে।
(৩) প্রত্যেক স্থায়ী নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। জরুরী কারণে অনুপস্থিত থাকতে বাধ্য হলে অভিভাবকের স্বাক্ষর-সহ দিনলিপিতে কারণ উল্লেখ করে শ্রেণি শিক্ষকের কাছে জনা দিতে হবে। অন্যথায় শ্রেণিকক্ষে বসার অনুমতি দেওয়া হবে না।
(8) অসুস্থতাজনিত কারণে তিন দিনের অধিক অনুপস্থিত থাকলে অভিভাবকের চিঠিসহ চিকিৎসকের কাছ থেকে নেওয়া ফিটনেস সার্টিফিকেট অথবা প্রেসক্রিপশন জমা দিতে হবে।
(৫) প্রত্যেক ছাত্রছাত্রীকে তার নির্ধারিত প্রতিটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে। অসুস্থতার কারণে মূল্যায়নে না অংশ নিতে পারলে তা বিদ্যালয়ের প্রধানকে লিখিতভাবে জানাতে হবে এবং চিকিৎসকের কাছ থেকে নেওয়া ফিটনেস সার্টিফিকেট অথবা প্রেসক্রিপশন জনা দিতে হবে।
(৬) টিফিনের সময় ছাড়া শ্রেণি কক্ষের বাইরে বেরোনো যাবে না।
(৭) অভিভাবকের লিখিত আবেদন ছাড়া বিদ্যালয় চলাকালীন কাউকে ছুটি দেওয়া যাবে না। ছুটির জন্য অভিভাবককে সশরীরের উপস্থিত থাকতে হবে।
(৮) পুরো শিক্ষাবর্ষে কমপক্ষে ৭৫% উপস্থিতি ছাড়া বিদ্যালয়ের কোনো মূল্যায়ন (পরীক্ষায় বসার অনুমতি পাওয়া যাবে না।
(৯) বিদ্যালয় পরিচালিত মুল্যায়ন (পরীক্ষা) পর্বে অসদুপায় অবলম্বন করলে এই পরীক্ষা বাতিল বলে ঘোষিত হবে এবং তাকে অকৃতকার্য বলে ঘোষণা করা হবে।
(১০) কোনো প্রকার মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করা যাবে না। নিয়ম অমান্য করলে ৫০০ টাকা জরিমনা করা হবে।
(১১) কোনো রকম অশালীন আচরণ, বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে সাসপেন্ড করা হবে।
(১২) বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পত্তির ক্ষতিপূরণ ছাত্র/ছাত্রীকেই দিতে হবে।
১৩) প্যাকেট জাতীয় খাবার বাইরের দোকান থেকে কেনা বা বাড়ি থেকে আনা। দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
(১৪) অপ্রয়োজনীয় দ্রব্য শ্রেণি পক্ষের বাইরে রাখা নির্দিষ্ট ডাষ্টবিনে ফেলতে হবে।
১৫) কোনও ছাত্র-ছাত্রী নিজের শ্রেণীকক্ষ ছাড়া অন্য শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবে না।
১৬) শিক্ষাবর্ষে নবম ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায়, দশম ও দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষায় কোন ছাত্রছাত্রী অকৃতকার্য হলে তাকে কোন অবস্থায় উত্তীর্ণ করা হবে না।
১৭) বিদ্যালয়ে Suggestion Box (মনের কথা) এর মধ্যে ছাত্রছাত্রীরা তাদের সমস্যা নির্ভয়ে একটি কাগজে লিখে জমা দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযোগ্য ব্যবস্থা দেওয়া হবে। সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীর নাম গোপন থাকবে।
(১৮) সাইকেল ব্যবহারকারী ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র পিছনের গেট দিয়ে যাতায়াত করবে এবং নির্ধারিত স্থানে শ্রেণীভিত্তিক সাইকেল রাখবে। অন্যান্য স্থানে ও বিদ্যালয়ের লানে রাখা যাবে না।
১৯) জ্যামিতি বক্স প্রতিদিন আবশ্যিকভাবে বিদ্যালয়ে আনতে হবে।
২০) দিনলিপি প্রতিদিন অবশ্যই বিদ্যালয়ে আনতে হবে।
২১) পরীক্ষার সময় ব্যাগ, বই-খাতা নিয়ে বিদ্যালয়ে ঢোকা যাবে না।