National Anthem
জাতীয় সংগীত
(প্রতিদিন ও বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হাবে)জনগণমন-অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা।
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,
গাহে তব জয় গাথা।
জনগণমনমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জনগণমনমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।