কন্যাশ্রী K1(New) ফর্ম ফিলাপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
কন্যাশ্রী (২০২৩-২০২৪) K1(New) ফর্ম ফিলাপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছত্রীদের জানানো যাচ্ছে যে, সে সমস্ত ছাত্রীর নাম রাজ্য কন্যাশ্রী দপ্তর স্কলারশিপের জন্য মনোনীত করেছে, তাদের নাম বিদ্যালয়ের নোটিশ বোর্ডে অথবা হোয়াটস অ্যাপ গ্রুপে দেওয়া আছে।
K-1 List-এ থাকা মেয়েদের দ্বিতীয় টিফিনের সময় নিম্নলিখিত ডকুমেন্টস নিয়ে বিদ্যালয়ের অফিসে গিয়ে আলী স্যারের সঙ্গে দেখা করবে।
সঙ্গে অবশ্যই আনবে নিম্নলিখিত ডকুমেন্টস (কাগজপত্র) ঃ
১) জন্ম সার্টিফিকেট (ফটো কপি)
২) অবিবাহিত শংসাপত্র (পঞ্চায়েত বা পৌরসভা থেকে নেওয়া) - অরিজিনাল।
৩) আধার কার্ডের জেরক্স।
৪) বাবা অথবা মায়ের ভোটার কার্ডের জেরক্স।
৫) ব্যাংকের পাসবই (যাদের ব্যাংকের IFS CODE পরিবর্তন হয়েছে তাদের ব্যাংক থেকে নতুন IFS CODE-এর স্ট্যাম্প লাগিয়ে) এর জেরক্স।
৬) দুই কপি এখনকার তোলা পাসপোর্ট সাইজের ফটো। ফটোর উল্টো পিঠে নিজের নাম ও ফোন নং লিখে দেবে।
৭) ফোন নং। (গর্জিয়ান বা তোমার ফোন নং যেটা যতদিন পড়াশোনা করবে ততদিন পরিবর্তন করবে না।)
৮) নতুন ক্লাসে ওঠার মানি রিসিপ্ট (ভর্তি ফি জমা করার রসিদ) আসল কপি।
৯) প্রত্যেক জেরক্সের নিচে বা পাশের দিকে নিজের নাম সহি করবে ও ফোন নম্বর লিখতে ভুলবে না।