প্রার্থনা মন্ত্র
ওঁ সহণাবতু
সহ নৌ ভুণকু
সহ বীর্যং করবাবহৈ
তেজস্বি নাবধীতমস্তৃ
মা বিদ্বিষাবহৈ
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
প্রার্থনা মন্ত্রের অর্থ
ঈশ্বর আমাদের উভয়কে (আচার্য্য ও শিষ্যকে) সমভাবে রক্ষা করুন। (বিদ্যার সুফল প্রকাশিত করে) ঈশ্বর আমাদের উভয়কে পালন করুন। আমরা যেন সমান সামর্থবান হই। অধীত বিদ্যা (যে পাঠ অধ্যায়ন করা হয়েছে) যেন আমাদের উভয়ের জীবনেই তুল্যভাবে তেজোদৃপ্ত হয়। আমরা পরস্পরকে যেন বিদ্বেষ না করি। আমাদের আধ্যাত্মিক (আত্মা-সম্বন্ধীয়) আদি ভৌতিক (দুঃখ-বিপদ) ও আদি দৈবিক (দেবজাত) শাস্তি হোক।