কন্যাশ্রী k1(Renewal) ও k2 (Up-gradation) ফর্ম ফিলাপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

কন্যাশ্রী (২০২৩-২০২৪) K1(Renewal) ও K2 (Up-gradation) ফর্ম ফিলাপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

বিদ্যালয়ের ছত্রীদের জানানো যাচ্ছে যে, সে সমস্ত ছাত্রীদের নাম রাজ্য কন্যাশ্রী দপ্তর স্কলারশিপের জন্য মনোনীত করেছে, তাদের নাম বিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেওয়া আছে।
Renewal List-এর মেয়েদের জন্য :Renewal List-এ থাকা মেয়েদের দ্বিতীয় টিফিনের সময় নিম্নলিখিত ডকুমেন্টস নিয়ে বিদ্যালয়ের অফিসে গিয়ে আলী স্যারের সঙ্গে দেখা করবে।
নতুন ক্লাসে ওঠার মানি রিসিপ্ট (ভর্তি ফি জমা করার রসিদ) আসল কপি
আন-ম্যারেড সার্টিফিকেট (আসল কপি)
নিজের স্বাক্ষর আধার কার্ডের ফটো কপি (Xerox)

Up Gradation List-এর মেয়েদের জন্য :

📗📗 যারা এই বিদ্যালয়ে পড়ো : 📗📗

এবং যাদের নাম UP-GRADATION তালিকায় রয়েছে, তাদের মধ্যে যারা এখনও আমদের বিদ্যালয়েই পঠন-পাঠনের সঙ্গে যুক্ত, তারা আগামী সোমবার (১৬/০৭/২০২৩) বেলা ২ টায় নিম্নলিখিত তথ্য ও কাগজপত্র নিয়ে জমা দাও। এবং ফর্ম সংগ্রহ করে, পূরণ করে, সঙ্গে সঙ্গে জমা দাও।
১) জন্ম সার্টিফিকেট (ফটো কপি)
২) অবিবাহিত শংসাপত্র (পঞ্চায়েত বা পৌরসভা থেকে নেওয়া) - অরিজিনাল।
৩) আধার কার্ডের জেরক্স।
৫) ব্যাংকের পাসবই (যাদের ব্যাংকের IFS CODE পরিবর্তন হয়েছে তাদের ব্যাংক থেকে নতুন IFS CODE-এর স্ট্যাম্প লাগিয়ে) এর জেরক্স।
৬) দুই কপি এখনকার তোলা পাসপোর্ট সাইজের ফটো। ফটোর উল্টো পিঠে নিজের নাম ও ফোন নং লিখে দেবে।
৭) ফোন নং। (গর্জিয়ান বা তোমার ফোন নং যেটা যতদিন পড়াশোনা করবে ততদিন পরিবর্তন করবে না।)
৮) নতুন ক্লাসে ওঠার মানি রিসিপ্ট (ভর্তি ফি জমা করার রসিদ) আসল কপি।

বিশেষভাবে মনে রাখো ঃ
আবেদনপত্রে k2 লিস্টে থাকা তোমার নামের সিরিয়াল নং উল্লেখ করবে।
কন্যাশ্রী ID নম্বর উল্লেখ করবে।
প্রত্যেক জেরক্সে নিজের সই করতে ভুলবে না।

📙📙 যারা অন্য বিদ্যালয়ে বা কলেজে চলে গেছো 📙📙

আর যারা অন্য বিদ্যালয় বা কলেজে চলে গেছো তারা কন্যাশ্রী একাউন্ট ট্রান্সফার করার জন্য ঐ একই দিন ও সময়ে আবেদপত্র জমা করো। আবেদন পত্রের বয়ান পেতে এখানে ক্লিক করো। ওটা অনুসরণ করে আবেদন করো। সঙ্গে নিয়ে এসো :

১) কন্যাশ্রী ID নম্বর,
২) এককপি ফটো।
৩) ফোন নং (গর্জিয়ান বা তোমার ফোন নং যেটা যতদিন পড়াশোনা করবে ততদিন পরিবর্তন করবে না।)

** আবেদনপত্রে k2 লিস্টে থাকা তোমার নামের সিরিয়াল নং উল্লেখ করতে ভুলবে না

জনপ্রিয় পোস্টসমূহ