Appeal to parents

 অভিভাবকদের প্রতি আবেদন

১) প্রতিমাসে অন্তত একবার ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের বিষয়ে বিষয়-শিক্ষকদের সঙ্গে কথা বলুন। প্রয়োজনে পরামর্শ নিন। কথা বলার নির্দিষ্ট সময় হল (সোম ও শুক্রবার বেলা ৩টা-৪টা)।
২) অন্যান্য বিষয়ে জানার জন্য প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলুন। প্রধানশিক্ষকের সঙ্গে শুধুমাত্র শনিবার ১টা থেকে ২টার পর্যন্ত দেখা কথ যাবে।
৩) প্রতি পর্বের মূল্যায়নের পর ছাত্র-ছাত্রীদের কাছে প্রাপ্ত মার্কস এবং মূল্যায়নের খাতা দেখতে চান। প্রয়োজনে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করুন।
৪) ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা এবং বাড়ি ফেরার সময় বিষয়ে সতর্ক থাকুন। বিদ্যালয় নির্ধারিত সময়ের মধ্যে তারা বাড়ি ফিরছে কিনা নজর রাখুন। প্রয়োজনে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখুন।
৫) টি সি (TC) নিতে হলে বার্ষিক মূল্যায়নের ফল প্রকাশের ৭ দিনের মধ্যে আবেদন করতে হবে এবং অনন্ত ৫ দিন সময় দিতে হবে তা প্রস্তুতিতে। আবেদনপত্রে ছাত্র/ছাত্রীর নাম, শ্রেণী, বিভাগ, রোল নং এবং জন্ম তারিখ ইংরেজিতে উল্লেখ করতে হবে। আগের ক্লাসের ভর্তির রশিদ-এর জেরক্স জমা দিতে হবে।
৬) অনুমতি ছাড়া (নির্দিষ্ট সময়ের আগে বা পরে) অভিভাবকদের বিদ্যালয়ে প্রবেশ নিষেধ।
৭) বিদ্যালয়ের উন্নতিকল্পে আপনার সুচিন্তিত মতামত থাকলে অভিভাবক সভাতে উপস্থিত থাকুন এবং তা পেশ করুন।
৮) বিদ্যালয়ের অভিভাবক সভায় আসা উপস্থিত থাকা খুবই জরুরী। উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করুন।


জনপ্রিয় পোস্টসমূহ