ADMISSION_2020

শুরু হলো ভর্তি প্রক্রিয়া।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নিচের লিংকে ক্লিক করো
অনলাইনে ভর্তির নিয়মকানুন

১) অনলাইনে ফর্ম ভর্তি করো। (ফর্ম ভর্তির নিয়ম জানতে এখানে ক্লিক করো)
২) অনলাইনে ID No প্রিন্ট নাও। ID জানতে এখানে ক্লিক করো
৩) প্রয়োজনীয় ডকুমেন্ট যা ফর্মে উল্লেখ করেছেন তা অফিসে জমা দাও। এবং
৪) সেই সঙ্গে টাকা জমা দাও ও জমা টাকার রশিদ সংগ্ৰহ করো।
৫) সাবজেক্ট কম্বিনেশন প্রয়োজনে পরিবর্তিত হতে পারে।


🔒🔒মনে রাখো: ফর্ম ফিলাপের পর অফিসে টাকা জমা দিলে তবেই ভর্তি নিশ্চিত হবেআসন সংখ্যা পূরণ হয়ে গেলে আর টাকা জমা নেওয়া ও ভর্তি নেওয়া হবে না।

জনপ্রিয় পোস্টসমূহ