অভিভাবক সভা। বিষয় : হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচি।

সভায় উপস্থিত অভিভাবক বৃন্দ 

হাম ও রুবেলা টিকা একটা প্রতিষেধক, যেটা হাম ও রুবেলা রোগ থেকে আপনার সন্তানকে রক্ষা করবে। এই হাম ও রুবেলা টিকা সমগ্র দেশে শিবির করে স্কুলে ও আউটরিচ অধিবেশনের মাধ্যমে দেওয়া হবে। পরবর্তীকালে এই টিকা নিয়মিত টিকাকরণ কর্মসূচীতে অন্তর্ভুক্ত করা হবে।

আলোচনা করছেন শিক্ষক-শিক্ষিকাগণ 
এই টিকাকরণ শিবিরের মাধ্যমে সমস্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের হাম ও রুবেলার একটি করে ডোজ টিকা দেওয়া হবে। তারা আগে এই টিকা নিয়ে থাকলেও দিতে হবে। এবিষয়ে বিস্তারিত জানার জন্য পরবর্তী নোটিশে নজর রাখুন।

জনপ্রিয় পোস্টসমূহ