'মিড-ডে-মিলে'র বিশেষ বিজ্ঞপ্তি
বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ-এর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে, আগামী সোমবার এবং মঙ্গলবার (০৮/০৭/২০২০ ও ০৯/০৭/২০২০) নিম্নলিখিত সূচী অনুযায়ী খাদ্যসামগ্রী দেওয়া হবে। কেবলমাত্র অভিভাবক ও অভিভাবিকারা এসে নিয়ে যাবেন। একটি কাগজে লিখে আনবেন :
- ছেলে বা মেয়ের নাম,
- ক্লাস,
- সেকশন
- রোল নং
- ফোন নং এবং whatsapp No.
- এবং যিনি নেবেন তার নাম।
- সঙ্গে অবশ্যই কলম অর্থাৎ পেন নিয়ে আসবেন।
প্রত্যেক ছাত্রছাত্রীদের ফোন করা হচ্ছে, তবুও কোন পরিচিত থাকলে বলে দিলে ভালো হয়।
সময়সূচী নিচের নোটিশ বোর্ডে দেখুন
নোটিশ বোর্ড