বিশেষ বিজ্ঞপ্তি :
যারা নতুন (মেয়ে) অষ্টম, নবম কিংবা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছো, এবং তাদের মধ্যে যারা অন্য স্কুল থেকে এসেছো, তারা
১) আগের স্কুল থেকে কন্যাশ্রীর একাউন্ট ট্রানস্ফার করে আমাদের স্কুলে জামা দাও পলি ম্যাডামের কাছে।
২) এবং এক কপি জেরক্স করে নিজের কাছে রাখো।
৩) কন্যাশ্রীর ফর্মে দেওয়া ফোন নং কখনও পাল্টাবে না।
৪) কন্যাশ্রীর ট্রান্সফার সার্টিফিকেট জমা না দিলে এই স্কুলে কন্যাশ্রী স্কলারশিপের ফর্ম ফিলাপ করতে পারবে না। এবং স্কলারশিপের টাকা পাবে না।
দু-একদিনের মধ্যেই এই কাজটি করে ফেলো।
পরে অভিযোগ করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।