মিড-ডে-মিল ও পোশাক বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত সমস্ত অভিভাবকদের জানানো হচ্ছে যে,
১) এ মাসের মিড-ডে-মিলের ( পঞ্চম-অষ্টম) বিভিন্ন দ্রব্যাদি নিম্নলিখিত তারিখ ও সময় অনুযায়ী বিতরণ করা হবে।
২) এছাড়াও যে সমস্ত ছাত্র-ছাত্রী (ষষ্ঠ থেকে নবম) এখনও পোশাক পায়নি তাদের পোশাক ওই একই সময় ও তারিখে দেওয়া হবে।
৩) মিড-ডে-মিল বা পোশাক নেওয়ার সময় অবশ্যই পেন ও রশিদ (বিল) আনতে হবে।
৪) অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
মিড-ডে-মিল ও পোশাক বিতরণের তারিখ ও সময় :
পঞ্চম শ্রেণী :
০৮/০৩/২১(সোমবার) বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত।
ষষ্ঠ শ্রেণি :
০৮/০৩/২১ (সোমবার) দুপুর ১:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত।
সপ্তম শ্রেণী :
০৯/০৩/২১ (মঙ্গলবার) বেলা ১১ থেকে ১:৩০ পর্যন্ত।
অষ্টম শ্রেণী :
০৯/০৩/২১ (মঙ্গলবার) দুপুর ১:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত।
🔴 যে সমস্ত অভিভাবক ওই নির্দিষ্ট দিনে মিড-ডে-মিল নিতে পারবেন না তাঁরা ১০/০৩/২১ ও ১২/০৩/২১ তারিখে বেলা ১১:৩০ থেকে ২:৩০ মধ্যে মিড ডে মিলের দ্রব্যাদি ও পোশাক সংগ্রহ করতে পারবেন।
🔴 নবম শ্রেণির পোশাক ঐ দিনগুলিতেই নির্দিষ্ট সময়ে দেওয়া হবে।