মিড-ডে-মিল সংক্রান্ত ঘোষণা

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ-এর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে, আগামী শুক্ৰশনি, সোম, মঙ্গলবার (১৬/০৪/২০২১, ১৭/০৪/২০২১, ১৯/০৪/২০২১ এবং ২০/০৪/২০২১) নিম্নলিখিত সূচী অনুযায়ী খাদ্যসামগ্রী দেওয়া হবে। কেবলমাত্র অভিভাবক ও অভিভাবিকারা এসে নিয়ে যাবেন। একটি কাগজে লিখে আনবেন :
ছেলে বা মেয়ের নাম,
ক্লাস,
সেকশন
রোল নং
ফোন নং এবং whatsapp No.
এবং যিনি নেবেন তার নাম।
সঙ্গে অবশ্যই কলম অর্থাৎ পেন নিয়ে আসবেন।
প্রত্যেক ছাত্রছাত্রীদের ফোন করা হচ্ছে, তবুও কোন পরিচিত থাকলে বলে দিলে ভালো হয়।
সময়সূচী নিচের নোটিশ বোর্ডে দেখুন

নোটিশ বোর্ড

জনপ্রিয় পোস্টসমূহ