মিড-ডে-মিল সংক্রান্ত ঘোষণা

বোড়াল স্বামীজি বিদ্যাপীঠ-এর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে, আগামী শুক্রবার, শনিবার ও সোম, মঙ্গল,  (২০/০৫/২০২১, ২১/০৫/২০২১, ২৩/০৫/২১ এবং ২৪/০৫/২০২১) নিম্নলিখিত সূচী অনুযায়ী খাদ্যসামগ্রী দেওয়া হবে। কেবলমাত্র অভিভাবক ও অভিভাবিকারা এসে নিয়ে যাবেন।

  • যে পরিমাণ খাদ্য সামগ্রী প্রত্যেক ছাত্র-ছাত্রীকে দেওয়া হবে :
  1.  চাল - ২ কেজি 
  2. আলু - ১ কেজি 
  3. ছোলা - ১ কেজি 
  4. সয়াবিন - ২০০ গ্রাম 
  5. চিনি - ৫০০ গ্রাম 
  6. ডাল - ২৫০ গ্রাম 
  7. সাবান - ১ টি 
  • একটি কাগজে লিখে আনবেন :
ছেলে বা মেয়ের নাম,
ক্লাস,
সেকশন
রোল নং
ফোন নং এবং whatsapp No.
এবং যিনি নেবেন তার নাম।
সঙ্গে অবশ্যই কলম অর্থাৎ পেন নিয়ে আসবেন।
  • খাদ্যদ্রব্য নেওয়ার সময় নিম্নলিখিত স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যিক :
  1. প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন । 
  2. পরস্পর নিরাপদ দূরত্ব বজায় রাখুন ( কমপক্ষে ৩ ফুট )
  3. প্রথমেই বিদ্যালয়ে রাখা সাবান ও জল দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন (কমপক্ষে ২০ সেকেন্ড ) কিংবা স্যানিটাইজার হতে মাখিয়ে নিন । 
  4. অযথা ভিড় না করে দ্রত বিদ্যালয় থেকে প্রস্থান করুন । 
সবাই ভালো থাকুন । সাবধানে । 
-------- প্রধান শিক্ষক 
সময়সূচী নিচের নোটিশ বোর্ডে দেখুন

নোটিশ বোর্ড

জনপ্রিয় পোস্টসমূহ