কন্যাশ্রী সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ
কন্যাশ্রীর রিনিউয়াল লিস্টে তোমার নাম আছে কিনা দেখার জন্য 👉 এখানে ক্লিক করো
(ক্লিক করার আগে নিচের নিয়মগুলো মন দিয়ে পড়ে নাও।)
তারপর google Drive দিয়ে ওপেন করো। 9 খানা PDF File দেখতে পাবে। প্রত্যেকটি ফাইল খুলে খুলে দেখো কন্যাশ্রীর renewal লিষ্টে তোমার নাম আছে কিনা।
যদি থাকে, তবে আজ ৯ তারিখ বেলা 2 টায় স্কুলে আসবে। সঙ্গে আনবে :
১) ব্যাঙ্কের পাসবইয়ের ফটোকপি।
🔴 যাদের ব্যাংকের IFS CODE পাল্টে গেছে (যেমন এলাহাবাদ ও ইউবিআই) তারা পাসবইতে ব্যাঙ্কের স্ট্যাম্প লাগিয়ে তারপর জেরক্স করে আনবে।
জেরক্স যেন পরিষ্কার ও স্পষ্ট হয়।
২) আধার কার্ডের জেরক্স
৩) সাদা কাগজে একটি দরখাস্ত লিখে নিয়ে আসবে প্ৰধান শিক্ষককে address করে।
৪) চিঠিতে (দরখাস্তে) উল্লেখ করবে :
1) তোমার নাম
2) এখন কোন ক্লাসে পড়ছো
3) এস সি/ এসটি/ OBC/ মাইনরিটি কিনা।
4) বাবার নাম
5) তোমার বা তোমার বাবার ফোন নং যা পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত পরিবর্তন করবে না।
6)তোমার কন্যাশ্রী ID
7) ব্যাংক একাউন্ট নং
8) ব্যাংকের IFS CODE
9) যদি সম্ভব হয়, এক কপি ফটো। দরখাস্তে সেটে আনবে।
⭕ আসার সময় অবশ্যই মাস্ক পরে আসবে।