কন্যাশ্রী Upgradation(K2) List _2021-2022
বিদ্যালয়ের ছত্রীদের জানানো যাচ্ছে যে, নিম্নলিখিত ছাত্রীদের নাম রাজ্য কন্যাশ্রী দপ্তর স্কলারশিপের জন্য মনোনীত করেছে।
📗📗 যারা এই বিদ্যালয়ে পড়ো : 📗📗
যাদের নাম এই তালিকায় রয়েছে, তাদের মধ্যে যারা এখনও আমদের বিদ্যালয়েই পঠন-পাঠনের সঙ্গে যুক্ত, তারা আগামী সোমবার (১২/০৭/২০২১) বেলা ২ টায় নিম্নলিখিত তথ্য ও কাগজপত্র নিয়ে জমা দাও। এবং ফর্ম সংগ্রহ করে, পূরণ করে, সঙ্গে সঙ্গে জমা দাও।
১) জন্ম সার্টিফিকেট (ফটো কপি)
২) অবিবাহিত শংসাপত্র (পঞ্চায়েত বা পৌরসভা থেকে নেওয়া) - অরিজিনাল।
৩) আধার কার্ডের জেরক্স।
৫) ব্যাংকের পাসবই (যাদের ব্যাংকের IFS CODE পরিবর্তন হয়েছে তাদের ব্যাংক থেকে নতুন IFS CODE-এর স্ট্যাম্প লাগিয়ে) এর জেরক্স।
৬) দুই কপি এখনকার তোলা পাসপোর্ট সাইজের ফটো।
৭) ফোন নং। (গর্জিয়ান বা তোমার ফোন নং যেটা যতদিন পড়াশোনা করবে ততদিন পরিবর্তন করবে না।)
- আবেদনপত্রে k2 লিস্টে থাকা তোমার নামের সিরিয়াল নং উল্লেখ করতে ভুলবে না
📙📙 যারা অন্য বিদ্যালয়ে বা কলেজে চলে গেছো 📙📙
আর যারা অন্য বিদ্যালয় বা কলেজে চলে গেছো তারা কন্যাশ্রী একাউন্ট ট্রান্সফার করার জন্য ঐ একই দিন ও সময়ে আবেদপত্র জমা করো। আবেদন পত্রের বয়ান বিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেওয়া আছে। ওটা অনুসরণ করে আবেদন করো। সঙ্গে নিয়ে এসো :
১) কন্যাশ্রী ID নম্বর,
২) এককপি ফটো।
৩) ফোন নং (গর্জিয়ান বা তোমার ফোন নং যেটা যতদিন পড়াশোনা করবে ততদিন পরিবর্তন করবে না।)
- আবেদনপত্রে k2 লিস্টে থাকা তোমার নামের সিরিয়াল নং উল্লেখ করতে ভুলবে না
👇 K2 LIST - 21-22 👇
বড় করে দেখার জন্য এখানে ক্লিক করো 👇 👇