কন্যাশ্রী (K1) ফর্মের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রের লিস্ট ও করণীয় কাজ

নিচের দেওয়া নিয়মগুলো ভালো করে পড় এবং বুঝে নাও।

 যাদের নাম কন্যাশ্রীর (K1) তালিকায় রয়েছে, তাদের মধ্যে যারা এখনও আমদের বিদ্যালয়েই পঠন-পাঠনের সঙ্গে যুক্ত, তারা আগামী সোমবার (০৯/১১/২০২২) বেলা ২ টায় নিম্নলিখিত তথ্য ও কাগজপত্র নিয়ে জমা দাও। এবং ফর্ম সংগ্রহ করে, পূরণ করে, সঙ্গে সঙ্গে জমা দাও আলী স্যারের কাছে জমা করো।

১) জন্ম সার্টিফিকেট জেরক্স (ফটো কপি)
২) অবিবাহিত শংসাপত্র (পঞ্চায়েত বা পৌরসভা থেকে নেওয়া) - অরিজিনাল। 
৩) আধার কার্ডের জেরক্স (ফটো কপি)। 
৫) ব্যাংকের পাসবই (যাদের ব্যাংকের IFS CODE পরিবর্তন হয়েছে তাদের ব্যাংক থেকে নতুন IFS CODE-এর স্ট্যাম্প লাগিয়ে) এর জেরক্স (ফটো কপি)। 
৬) বাবা অথবা মায়ের ভোটার কার্ডের জেরক্স (ফটো কপি)। 
৭) দুই কপি এখনকার তোলা পাসপোর্ট সাইজের ফটো। ফটোর উল্টো পিঠে নিজের নাম ও ফোন নং লিখে দেবে।
৮) ফোন নং। (গর্জিয়ান বা তোমার ফোন নং যেটা যতদিন পড়াশোনা করবে ততদিন পরিবর্তন করবে না।) 
৯)  নতুন ক্লাসে ওঠার মানি রিসিপ্ট (ভর্তি ফি জমা করার রসিদ) আসল কপি।

বিশেষভাবে মনে রাখো ঃ
  1. প্রত্যেক জেরক্সে k1 লিস্টে থাকা তোমার Student ID উল্লেখ করবে।
  2. প্রত্যেক জেরক্সে নিজের সহি (Signature) করবে। 
  3.  এবং সহি-এর নিচে  তারিখ ও ফোন নং উল্লেখ করতে ভুলবে না।


জনপ্রিয় পোস্টসমূহ